Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
Elongjuri High School Ground
Details

 এলংজুরী ইউনিয়নে উচ্চ বিদ্যালয় হাইস্কুল মাঠ হাইস্কুলের ছাত্র/ছাত্রীরা মাঠে খেলাধোলা করে  

ছিল সেথায় স্যারদের কড়া নজর
ছিল কিছু উপকারি বানি ,
আর ছিল তাদের মধুর কিছু পাঠদান
পড়া আদায়ের জন্য ছিল কিছু হয়রানি।
কিন্ত নেই আজ নেই সেই স্কুল জীবন।

কেটে যেত সময় হাসিমাখা দৌড়ানির মাঝে
টেবিলে ঢোল বাজিয়ে হত কিছু গান,
একে অপরের মাঝে ঝগড়া বাধিয়ে
করতাম লোক দেখানো কিছু অভিমান।
নেই আজ নেই সেই স্কুল জীবন।

আজ মনে পড়ে সেই স্কুলের দিনগুলি
যেথায় থাকতাম ছুটির ঘন্ঠার অপেক্ষায়,
পড়লে ঘন্ঠা উঠতাম বলে সবাই
চল দেখি আজ কে আগে গেটের বাইরে যায়।
নেই আজ নেই সেই স্কুল জীবন।