১। প্রত্যেক মাসের ২৭ তারিেখ ইউনিয়ন পরিষদের কার্যালয় মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় ৭ দিন পুর্বে নোটিশ জারি করা হয়।
২। জরুরী সভা মাসের যেকোন সময় হয়ে থাকে। এ ক্ষেত্রে জরুরী সকলকে মোবাইলে জানানো হয়।
৩। মাসিক সভায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নসহ সকল স্বীদ্ধান্ত নেওয়া হয়।
বিষেশ সভা প্রতি মাসে একবার হয়ে থাকে। তবে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত কোন চিঠি বা কোন e-mailঅথবা ইউনিয়নের জরুরী কোন বিষয় নিয়ে ইউনিয়ন বিষেশ সভার আয়োজন করা হয়ে থাকে। বিষেশ সভায় পদাধিকার বলে চেয়ারম্যান সাহেব সভাপতির আসন গ্রহন করেন এবং সভার সঞ্চালক থাকেন ইউপি সচিব।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস